• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

মোটরসাইকেলে হেলমেট পরা চালকদের ফুল দিচ্ছেন পুলিশ

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২  

রাস্তায় গোলাপ ফুল হাতে দাঁড়িয়ে পুলিশ সদস্যরা। মোটরসাইকেলে হেলমেট পরা চালকদের দিচ্ছেন ফুল। আর হেলমেট না পরে ছুটে চলা চালকদের থামিয়ে দিচ্ছেন মামলা। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের চৌরাস্তা মোড় এলাকায় রোববার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এমন চিত্র দেখা গেছে।

একের পর এক মোটরসাইকেল থামিয়ে হেলমেট না পরে ট্রাফিক আইন ভঙ্গ করায় যেমন মামলা দেওয়া হচ্ছে, তেমনি হেলমেট পরা চালকদের রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। তুলে ধরা হচ্ছে হেলমেট না থাকায় দুর্ঘটনার কুফল।

রোববার বেলা ১১টার দিকে শাহালম নামে এক ব্যক্তির মোটরসাইকেল থামান বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান। তার মাথায় হেলমেট ছিল। এ সময় পুলিশের দেওয়া ফুল নিয়ে তিনি বলেন, আমি তো নিয়মিত হেলমেট পরবোই এবং আমার মোটরসাইকেলে যে আরোহী থাকবে তাকেও হেলমেট পারাবো।

এ সময় আরেকটি মোটরসাইকেল দেখে সামনে এগিয়ে গেলেন পুলিশ সদস্যরা। হেলমেট না থাকায় তাকে গুনতে হলো জরিমানা। একই সঙ্গে ভবিষ্যতে হেলমেট পরে মোটরসাইকেল চালানোর প্রতিশ্রুতিও দিতে যেতে হলো।

বোচাগঞ্জ থানার ওসি মাহামুদুল হাসান বলেন, মোটরসাইকেলের চালকদের জীবন নিরাপদ করতে হেলমেট ব্যবহারের কোনো বিকল্প নেই। চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা এ উদ্যোগ নিয়েছি। আমরা ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে চালকদের উৎসাহিত করছি, যাতে পরবর্তী সময়ে অন্তত আর এ ভুল না করেন।অভিযান চলাকালে ১০টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান তিনি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –